
জন্মভূমি ডেস্ক : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র উদ্যোগে বঙ্গবন্ধুর শান্তি ও মুক্তির দর্শনে অসামান্য অবদানের জন্য প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক’ প্রদান করা হবে। এবার এ পদকটি পাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং রাজনীতিবিদ প্রয়াত বেবী মওদুদ।
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উদ্বোধনী বক্তব্যে এ ঘোষণা করেন।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের ৫৫তম জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ঘোষণা করেছিলেন যে, ১৯৭৬ সালের ১৭ মার্চ থেকে প্রতি বছর রাষ্ট্র কিংবা সমাজে শান্তি ও মুক্তি অর্জনের ক্ষেত্রে যারা অসামান্য অবদান রাখছেন, তাদের মধ্যে প্রতি বছর একজনকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক’ প্রদান করা হবে। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, খুব শিগগিরই ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র উদ্যোগে বঙ্গবন্ধু মুজিবের শান্তি ও মুক্তির দর্শনে অসামান্য অবদানের জন্য প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক’ প্রদান করা হবে। এবার (২০২৩) এ পদক পাবেন বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং রাজনীতিবিদ প্রয়াত বেবী মওদুদ।’’ উপাচার্য বলেন, ‘আশা করি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ উপস্থিতিতে শিগগিরই এ পদক প্রদান করা যাবে।’