যশের অফিস
কাবাডি বাংলাদেশের একটি জাতীয় খেলা। এক সময় খেলাটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক জনপ্রিয় ছিল। সময়ের পরিক্রমায় এ খেলাটি জনপ্রিয়তা হারায়। এ খেলাটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা এবং খেলাটির সাথে বাংলাদেশের মাটি ও মানুষের নিবিড় সম্পর্ক আছে। খেলাটির জনপ্রিয়তা এবং হৃত গৌরব ফিরিয়ে আনার লক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে যশোর জেলা ক্রীড়া সংস্থা ও যশোর জেলা পুলিশের যৌথ ব্যবস্থাপনায় এবং সিটি প্লাজা যশোরের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এর বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার সেমি ফাইনাল খেলা যশোর বাদশাহ ফয়সল ইসলামী ইন্সষ্টিটিউট (কেন্দ্রীয় ঈদগাহ ময়দান) এ অনুষ্ঠিত হয়। খুলনা জেলা পুরুষ দল বনাম সাতক্ষীরা জেলা পুরুষ দলের মধ্যে খেলায় খুলনা জেলা দল বিজয়ী হয়। এছাড়া যশোর জেলা পুরুষ দল বনাম মাগুরা জেলা পুরুষ দলের মধ্যে যশোর জেলা পুরুষ দল এবং খুলনা জেলা মহিলা দল বনাম যশোর জেলা মহিলা দলের মধ্যে যশোর মহিলা দল এবং নড়াইল জেলা মহিলা দল বনাম মাগুরা জেলা মহিলা দলের মধ্যে খেলায় নড়াইল জেলা মহিলা দল বিজয়ী হয়।
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের খুলনা বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার সেমিফাইনাল
Leave a comment