জন্মভূমি ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কী দুর্ভাগ্য এ দেশের যে এত উন্নয়ন, চতুর্দিকে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। অথচ অগ্নিনির্বাপণের জন্য যে আধুনিক ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা এখানে নেই। রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারই দায়ী। এখানে (বঙ্গবাজার মার্কেট) কারও প্রাণ যায়নি। যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা ভয়ংকর।
বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে, বেশ কিছুদিন আগে সেখানে (বঙ্গবাজার মার্কেটে) সিটি করপোরেশন এটাকে ঠিক নিরাপদ নয়ৃ এই ধরনের ঘোষণা দেয়। এরপর সেখানে খালি করার জন্য তাদের (বঙ্গবাজার মার্কেটের ব্যবসায়ীদের) বলেছে যে এটা (মার্কেট) ঠিক করা উচিত। কিন্তু নো-বডি টেকেন ইন্টারেস্ট.. কারও যেন কোনো মাথাব্যথা নেই।
বিএনপি মহাসচিব বলেন, সিদ্দিকবাজারে কিছুদিন আগে যে ঘটনা ঘটেছে তাতে ২১ জনের প্রাণ গেছে। এখানে (বঙ্গবাজার মার্কেট) কারও প্রাণ যায়নি। কিন্তু যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা ভয়ংকর। এই নিম্ন আয়ের মানুষগুলো অথবা সাধারণ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে নিঃস্ব হয়ে গেছেন, ঈদের আগে যখন ব্যবসায়ীরা তাদের সর্বস্ব পুঁজি বিনিয়োগ করেছেন।
মির্জা ফখরুল বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে যে কাজগুলো ফায়ার সার্ভিস করতে পারে সেই ইকুইপমেন্টস তাদের নেই। এটা ফায়ার সার্ভিসের দোষ না। এটা হচ্ছে- যারা সরকার চালাচ্ছে, যারা এরজন্য দায়ী তারা জনসাধারণের সেবার জন্য যে কাজগুলো করা দরকার সেটাকে তারা গুরুত্ব দেয় না। তাদের গুরুত্ব হচ্ছে কোন জায়গায় তারা কমিশন বেশি পাবে, কোন জায়গায় তাদের টাকা উপার্জন বেশি হবে- তাদের প্রায়োরিটি (অগ্রাধিকার) সেই জায়গায়। আমরা মনে করি, এটার জন্য দায়ী সরকার। এই দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত।