
বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আজ ০৮ আগস্ট মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের মহীয়সী বঙ্গমাতা এঁর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া মাহফিল। উক্ত কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দদের উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।