প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২২, ৯:০০ পি.এম
বঙ্গোপসাগরে দুটি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড
![]()
শেখ মোহাম্মদ আলী শরণখোলা
বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের সময় বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে আটক হয়েছে দুটি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলে।আটক জেলেদের বৃহস্পতিবার ( ১ সেপ্টেম্বর) বিকেলে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বুধবার সন্ধ্যায় কোস্ট গার্ডের জাহাজ মনসুর আলী বঙ্গোপসাগরে নিয়মিত টহল কালে দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশ জলসীমায় মাছ ধরতে দেখে। কোস্ট গার্ডের জাহাজ দেখে ভারতীয় জেলেরা ট্রলার নিয়ে দ্রুত পালাতে থাকে এসময় কোস্ট গার্ডের জাহাজ তাদের ধাওয়া করে "এফবি মঙলচান্দি-২৫ ও এফবি মঙলচান্দি-৩ " নামের ভারতীয় ট্রলার দুটিকে আটক করতে সক্ষম হয়। ট্রলার দুটিতে ৩১ জন জেলে রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আটক ৩১ জেলে ও ট্রলার দুটিকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্র আইন লংঘন ও মতস্য সম্পদ লুন্ঠনের অভিযোগে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া