জন্মভূমি ডেস্ক : ইরানে চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৫০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাদের বেশিরভাগই মাদক সংক্রান্ত অভিযোগে।
সোমবার একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)।
আইএইচআর বলছে, ২০২৩ সালের প্রথম ছয় মাসে ছয় নারীসহ অন্তত ৩৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যার মধ্যে ২০৬টি ফাঁসি কার্যকর হয়েছে মাদক সংক্রান্ত অভিযোগের জন্য। যা গত বছরের একই সময়ের তুলনায় ১২৬% বেশি।
আইএইচআর আরও জানায়, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার অনেক বেশি। ২০২২ সালের একই সময়কালে ২৬১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদন অনুসারে, ইরান গত বছর কমপক্ষে ৫৭৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।
চলতি বছর ব্যাপক বিক্ষোভ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ঘোষণার পর ইরান উদ্বেগজনক হারে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। অ্যামনেস্টির অনুমান অনুযায়ী, ২০২৩ সালের প্রথম পাঁচ মাসে কমপক্ষে ২৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৭১ জন (২০ শতাংশ) বেলুচ সংখ্যালঘু। বেলুচিরা প্রধানত ইরানের একটি সুন্নি জাতিগত সংখ্যালঘু, যারা প্রধানত পাকিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব বেলুচেস্তান অঞ্চলে বসবাস করে। গত বছরের সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ চলাকালীন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সহিংস ক্র্যাকডাউনের সময়ও এই অঞ্চলটিকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে মাসা আমিনির মৃত্যুতে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েক মাস ধরে চলা বিক্ষোভে কয়েকশ ব্যক্তি নিহত হন। এ ছাড়া কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি।