জন্মভূমি ডেস্ক : নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ জুন) বেলা ১২টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামের কবিরাজ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে রিয়াদ হোসেন (১০) ও রিফাত (৪)।
রাণীনগর থানা পুলিশের ওসি (তদন্ত) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, রিয়াদ ও রিফাত বাড়ির বারান্দায় খেলছিল। তাদের মা রান্নাঘরে সবজি কাটছিলেন। এ সময় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। তবে হালকা বাতাস হচ্ছিল। ওই মুহূর্তে হঠাৎ করে তাদের বাড়ির পাশের ইউক্যালিপটাস গাছে বজ্রপাত হলে তাদের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। দুই ভাই মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।