বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুম এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি শরিফ শাওন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কার মোল্লা, গণস্বাস্থ্য কর্মকর্তা রুনা আক্তার সুমি, সমবায় কর্মকর্তা জান্নাতুন্নেসা, প্রবীণ সাংবাদিক অধ্যাপক নেত আলী বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম, সাংবাদিক ইমরান হোসেন, মহিলা উদ্যোক্তারা কানন মল্লিক, বন্ধনা রায়, তানিয়া বিশ্বাস ময়ূর বিশ্বাস, উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে মহিলা উদ্যোক্তাদের মাঝে মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষে ১৩ জনকে ৫ লক্ষ ২০ হাজার টাকা ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত