বটিয়াঘাটা অফিস : আশ্রয় ফাউন্ডেশন পরিচালিত প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম বটিয়াঘাটায় অনেকটা মুখ থুবড়ে পড়েছে। উপজেলার সুরখালী ইউনিয়নের বুনারাবাদ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় স্কুলের মধ্যে হাঁস-মুরগী পালন চলছে। কাগজপত্রে ৩০ জন শিক্ষার্থী থাকলেও বাস্তবে তার সাথে কোন মিল নেই। দীর্ঘদিন স্কুল বন্ধ কেন যানতে চাইলে শিক্ষিকা সুমাইয়া সুলতানা বলেন, আমি অসুস্থ থাকার কারণে স্কুল বন্ধ ছিলো। আর এসব অনিয়ম দুর্নীতির পিছনে রয়েছে স্কুলের দায়িত্বে থাকা বটিয়াঘাটা উপজেলার আশ্রয় ফাউন্ডেশনের মোহাম্মাদ আলী জিন্নাহ। এ বিষয়ে তার সাথে যোগাযোগ করার জন্য একাধিক বার উপজেলা অফিসে গেলে অফিস তালাবদ্ধ দেখা যায়। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ইউএন'র অনুমতি ছাড়া কিছু বলতে পারবনা। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় বটিয়াঘাটা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সমির মন্ডল বলেন, অনিয়ম দুর্নীতির শেষ নেই। আশ্রয় ফাউন্ডেশনের কর্তৃপক্ষ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া শিক্ষার্থী দেখিয়ে তাদের স্কুলে ভর্তি করাচ্ছেন। যেখানে প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে এসব স্কুল চলেনা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত