জন্মভূমি রিপোর্ট : খুলনার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামে ইজিবাইক চালকের উপর হামলার ঘটনায় শনিবার থানায় মামলা রেকর্ড হয়। মামলার পরেই পুলিশ ইউছুফ গাজী নামে একজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
সূত্রমতে, গত ৭ এপ্রিল সুন্দরমহল গ্রামের মঠবাড়ি দূর্গামন্দিরের সামনে ওয়াপদা রাস্তার উপর ইজিবাইক চালাক হুমায়ুন গাজী সিপাই হামলার শিকার হয়। এলাকার ইউসুফ গাজী (৩৫) পিতা- শফি আলী গাজী, হৃদয় গাজী (২২) পিতা- ইউসুফ গাজী, আফজাল (২৮) পিতা- আহম্মদ আলী, হাসান (৩০) পিতা- অজ্ঞাত সাং- হাসানপুর, থানা- ডুমুরিয়া সহ অজ্ঞাত নামা ৪/৫ জন তাকে বাশের লাঠি, লোহার রড,ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা সিপাইকে গাড়ির ভিতর থেকে নামিয়ে এলোপাথাড়ি পারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা সিপাইকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন। বতর্মান আহত সিপাইর অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন তার পরিবার। এবিষয় আবু সাঈদ গাজী বাদী হয়ে চারজনকে আসামী করে গতকাল ৭ মে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৬। বটিয়াঘাটা থানার ওসি তদন্ত মোঃ জাহিদুর রহমান বলেন, মামলার একজন আসামি ইউসুফ গাজীকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।