
জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে খুলনা চালনা রাস্তার পাশে কাতিয়ানাংলা বাজারে বুধবার রাতে ৮ দোকানে চুরি সংঘটিত হয়। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুুলিশ শুক্রবার দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। চোরেরা কীটনাশ বিক্রেত সত্যেন সরদারের দোকান থেকে ৫ হাজার টাকা, প্রদীপ সরদারের দোকান থেকে ২৮ হাজার টাকা, রঞ্জন রায়ের দোকান হতে ৩ হাজার টাকা, ওষুধ ব্যবসায়ী সুরঞ্জন রায়ের দোকান থেকে ১০ হাজার টাকা, শেখর রায়ের দোকান খেকে ৪৮ হাজার টাকা ও মনোরঞ্জন রায়ের দোকান হতে ৯২ হাজার নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পাহারাদার থাকা সত্তেও দোকানে গণচুরি সংঘটিত হওয়ায় স্থানীয় বসতি দোকানদারদের মাঝে চুরি আতংক বিরাজ করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন বলেন, চুরির ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তবে কোন মামলাল এখনও উদ্ধার হয়নি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত