বটিয়াঘাটা অফিস : ক্লাইমেট-স্মার্ট প্রকল্পের (টাওয়ার ও বস্তা পদ্ধতি) প্রদর্শনীর এক মাঠ দিবস গতকাল বেলা ১২ টায় বয়ারভাঙ্গা গ্রামে পরিমল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শরিফুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এ পি পি ও ধ্রুবজ্যোতি সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা বিষাদ সিন্ধু মন্ডল, মোস্তাফিজুর রহমান, পিন্টু মল্লিক, সামছুন্নাহার সুমি, ইউপি সদস্য অনুপ গোলদার, মহিলা সদস্য মলিনা রায়সহ শতাধিক কৃষাণ-কৃষাণী।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত