
জন্মভূমি রিপোর্ট : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় সুরখালী ইউনিয়নের রায়পুর গ্রামে কিশোরীকে ধর্ষণ ঘটনায় পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার হয়েছে। গত ২৩ অক্টোবর রাতে পূজামেলায় ঘোরা ফেরার সময় ওই কিশোরিকে নিয়ে একটি চিংড়ি ঘেরের বাসায় ৬ জনে মিলে তার উপর পাশবিক অত্যাচার চালায়। ওই রাতেই কিশোরীর খালা আনোয়ারা বেগম বাদী হয়ে ৬ জনের নামে থানায় মামলা করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার গাওঘরা গ্রাম থেকে জুয়েল গাজী (২৫) কে আটক হয়। ঘটনার রাতেই বারআড়িয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল আশিক ইকবাল (২৬), সুরখালীর রুবেল শেখ (২৪) গ্রেফতার হয়। বাকী ৩ আসামী পলাতক রয়েছে।
বটিয়াঘাটা থানাও অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। বাকীরা দ্রুত গ্রেফতার হয়ে আইনের আওতায় আসবে।

