জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটা উপজেলার গাওঘরা চরডাঙ্গা এলাকায় গৃহবধুর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয়দের ধারণা পরকীয়ারজের ধরে স্বামীর প্রহরে এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ বলছে লাশের ময়না তদন্ত ছাড়া কোন কিছুই বলা সম্ভব নয়। শনিবার বেলা দশটার দিকে সংবাদ পেয়ে চরডাঙ্গার আসাদুল খাঁর স্ত্রী রণি বেগম (২৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহালে মৃত্যুর সঠিক কারণ না পাওয়ায় ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়রা জানিয়েছেন, গত দুবছর আগে চরডাঙ্গার আব্দুল আজিদ খাঁর ছেলে আসাদুলের সঙ্গে রণির বিয়ে হয়। তারা নিসন্তান ছিলেন। তাদের মধ্যে মাঝে মাঝে জগড়ার ঘটনা ঘটেছে। তবে গুঞ্জণ উঠেছে রণি বেগমের সঙ্গে স্থানীয় এক যুবকের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। তারই জেরধরে স্বামী আসাদুলের সঙ্গে রাতে রণির বাকবিতন্ডা হয়। সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কামাল জানান, আজিজ খাঁ কাঠের ব্যবসা করেন। বেলা সাড়ে নয়টা-দশটার দিকে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ দেখেন। ডাকাডাকির পরও কেউ দরজা খোলেনা। বেড়ার ফাঁকা দিয়ে দেখেন শাড়ী দিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলছে। পরে ঘরে ঢুকে পুত্রবধূর লাশ নামিয়ে রাখেন। আসাদুল তখন গাড়ি চালাতে গিয়ে ছিলেন। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে পোষ্টমর্টেম রিপোর্ট ছড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। থানয় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত