বটিয়াঘাটা অফিস : বটিয়াঘাটা উপজেলায় ৫০ তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নারী ফুটবল দলের জলমা চক্রখালী মাধ্যমিক বিদ্যালয় ও পুরুষদের খেলায় খারাবাদ বাইনতলা কলেজিয়েট স্কুল বিজয়ী হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম খান। উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন গোলদার, সহকারি মাধ্যমিক স্কুল শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান, ক্রীড়া শিক্ষক গন ও বিভিন্ন স্কুল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ফুটবল পূরুষ দলের খেলায় খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজ বটিয়াঘাটা হেড কোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-০ গোলে পরাজিত করে। অন্যদিকে নারীদের খেলায় জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় বয়ারভাঙ্গা বিশ^ম্বর মাধ্যমিক বিদ্যালয়কে ৫-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত