জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটা উপজেলায় আত্মহত্যার প্রবনতা বেড়েছে। চলতি মাসে ৯ দিনে ৫ জন আত্মহত্যা করেন। বেসরকারি সংস্থার কিস্তি দিতে না পারা, পারিবারিক কলহ, মানষিক অশান্তিসহ বিভিন্ন কারণে তারা বিষ পান এবং গলায় রশি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। পুলিশ জানায়, গত সেপ্টেম্বর মাসে ৪টি এবং অক্টোবর মাসে ৯ দিনে ৫টি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। চলতি মাসের প্রথম দিনে গঙ্গারামপুর গ্রামে নির্মল রায় (৫০) সমিতির কিস্তি দিতে না পেরে এবং আর্থিক সংকটের কারণে আত্মহত্যা করেন। ঘটনার পরে দিন ২/১০/২৪ তারিখে কল্যাণশ্রী গ্রামে দাউদ আলী জমাদ্দার, ৪/১০/২৪ তারিখ সুকদাড়া গ্রামে সুকৃতি মন্ডল, ৭/১০/২৪ তারিখ ঝড়ভাঙ্গা গ্রামে সুকুর মোল্যা এবং ৯/১০/২৪ তারিখ বুজবুনিয়া গ্রামে তাবাচ্ছুম রৌসানা নামে এক নারী আত্মহত্যা করেন।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা খায়রুল বাশার বলেন, পারিবারিক অশান্তি, আর্থিক অসচ্ছলতাসহ বিভিন্ন কারণে বটিয়াঘাটায় আত্মহত্যার প্রবনতা বেড়েছে। তবে আমাদের কাছে কোন অভিযোগ আসলে কাউন্সিলিংয়ের মাধ্যমে বোঝাবার চেষ্টা করি। এসব বন্ধের জন্য সামাজিক সচেতনতা খুবই প্রয়োজন।
বটিয়াঘাটায় চলতি মাসে ৯দিনে ৫ জনের আত্মহত্যা
Leave a comment