বটিয়াঘাটা প্রতিনিধি: খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। এই আসনে জামায়াতে ইসলামের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কৃষ্ণ নন্দী। শুক্রবার বিকেল ৩টায় তিনি বটিয়াঘাটা উপজেলা অফিসে থানা জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি বিনিময় করেন। সৌজন্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন। এছাড়া জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, খুলনা–১ আসন পরিচালক মাওলানা আবু ইউসুফ, সদস্য সচিব মাওলানা হুমায়ুন কবিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। এই সাক্ষাৎ অনুষ্ঠানের মধ্য দিয়েই কৃষ্ণ নন্দীর নির্বাচনী প্রচার–প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি নেতা–কর্মীদের সঙ্গে মাঠে নামার প্রস্তুতি সম্পন্ন করেছেন। হিন্দু অধ্যুষিত খুলনা–১ আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিএনপি থেকে এ আসনে মনোনয়ন পেয়েছেন আমির এজাজ খান। ফলে কৃষ্ণ নন্দী বনাম এজাজ খানের প্রতিদ্বন্দ্বিতা ভোটযুদ্ধকে আরও তীব্র করবে বলে ধারণা করা হচ্ছে। সাক্ষাৎ শেষে কৃষ্ণ নন্দী বলেন, “আমি হিন্দু–মুসলিম ভেদাভেদ ভুলে সকলের সঙ্গে সম্প্রীতির বটিয়াঘাটা গড়তে চাই। উন্নয়ন ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।”
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত