বটিয়াঘাটা অফিস : বটিয়াঘাটার আব্দুস সালাম (ডিস সালাম) এর ডিস লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতের তার থেকে বিদ্যুতায়িত হয়ে মারা গেলো এক যুবক। ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা চরডাঙ্গা এলাকায়। এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় হাফিজুর রহমান মোড়ল (২২) ডিস লাইনে কাজ করতে যায়। সকাল ১০ টার দিকে বিদ্যুতের খুটিতে উঠে কাজ করার সময় বিদ্যুতের তারের সাথে হাত লাগতেই সে মাটিতে পড়ে যায় । পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বটিয়াঘাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত হাফিজুর মোড়লের বাড়ি উপজেলার গাওঘরা চান্দারডাঙ্গা গ্রামে। তার পিতার নাম মো: হারুন মোড়ল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত