জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে লুটপাট, অগ্নিসংযোগ, ঘেরলুট, ঘরবাড়ি ভাংচুরের অভিযোগে থানায় শতাধিক দুর্বৃত্তের বিরুদ্ধে গতকাল বুধবার ৮টি অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ জানায়, আওয়ামীলীগ সরকার পতনের পর যেসব এলাকায় নৈরাজ্য হয়েছে, সে সব এলাকার ভুক্তভোগীরা অভিযোগ দিতে শুরু করেছেন। বটিয়াঘাটা সদরে ইমরান হোসেন সুমনের কফিহাউস ভাংচুর লুটপাট করায় তিনি লিখিত অভিযোগ করেছেন। একই দিনে মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের ঘর ভাংচুর করায় তার স্ত্রী লতিফা বেগম বাদী হয়ে অভিযোগ দেন। রণজিতেরহুলা গ্রামে শিমুল শেখ তার ঘের লুটের অভিযোগ করেন। কাশিয়াডাঙ্গা গ্রামের মঞ্জুর বিশ্বাসের বাড়ি ভাংচুর, কাতিয়ানাংলা গ্রামের শিমুল হোসেন এর ইট-বালি লুটপাট, লক্ষিখোলা গ্রামে সুলতানা বেগমের বাড়ি ভাংচুর ও লুটপাট, জলমায় মাসুদুর রহমানের সিটি টাইলস ফ্যাক্টরিতে লুটপাটসহ ভাংচুর, বালিয়াডাঙ্গায় লিমনের গাড়ি ভাংচুরের ঘটনায় এসব অভিযোগ দায়ের হয়।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন কুমার সরকার বলেন, থানায় পুলিশের কর্যক্রম শুরু হওয়ার সাথেই ভুক্তভোগীরা অভিযোগ করতে শুরু করেন। শতাধিক দুর্বৃত্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ সব অভিযোগ তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তাদের প্রায় সকলেই বিএনপি’র সমর্থক।
বটিয়াঘাটায় দু’শতাধিক দুর্বৃত্তের বিরুদ্ধে অভিযোগ
Leave a comment