বটিয়াঘাটা প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বটিয়াঘাটার কুলটিয়া গ্রামে স্বামী স্ত্রী আহত ঘটনায় গতকাল থানায় মামলা রেকর্ড হয়েছে। আহতরা খুলনা মেডকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন। পুলিশ জানায়, ভান্ডারকোট ইউনিয়নের কুলটিয়া গ্রামের নজরুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী সুরাইয়া বেগমকে (৫০) একই গ্রামের প্রতিবেশী মোস্তফা শেখ, হালিম শেখসহ ৫/৬ জন মিলে গত ১৪ মার্চ সকালে মারপিট করে। এসময় কুড়ালের আঘাতে নজরুল ও সুরাইয়া গুরুতর জখম হয়। এ ঘটনায় আহতদের পক্ষে আত্মীয় হাফিজা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। থানার মামলা নম্বর ৩১/২৫। এঘটনার পর তেকে আসামীরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।