
বটিয়াঘাটা অফিস : খুলনার বটিয়াঘাটা উপজেলার কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন নাহারের বিরুদ্ধে তার সতীনের গলাটিপে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সতীন শাহানুর খাতুন খুলনা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বরাবর অভিযোগ করেন। তাছাড়া তিনি আদালতেও মামলা করেন। বটিয়াঘাটা উপজেলা শিক্ষা অফিসার আজ ঘটনার তদন্ত করবেন।
সূত্রমতে, বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন নাহার গত ২২ মার্চ ও ৭ এপ্রিল ‘২৩ দুই দফায় তার সতিন মোসা: শাহানুর খাতুন কে হত্যার চেষ্টা করেন। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম ও গলাটিপে শ্বাসরোধের চেষ্টা চালান। শাহানুর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। শাহানুর জানান, আমার সতিন নাছরিন নাহারের সন্তান না হওয়ায় আমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেন ডুমুরিয়া উপজেলার আকড়া গ্রামের আলী আকবার। আমি সন্তান সম্ভাবা হলে আরও অত্যাচার বেড়ে যায়। শাহানুর ৮ জুন উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। উশিঅ/বাটিয়া/খুলনা/তদন্ত -৪০৯ নম্বর স্মারকের পরিপত্রের মাধ্যমে তদন্ত শুরু হয়।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নাছরিন নাহার বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট এবং আমাকে ফাঁসানোর চেষ্টা মাত্র। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জি.এম আলমগীর কবির বলেন, অভিযোগের বিষয়ে শতভাগ স্বচ্ছতা রেখে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।