
বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটায় রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে গতকাল বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করে সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন।
চক্ষু ক্যাম্পটির উদ্বোধন করেন সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসিমুর রহমান। এ সময় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মাহামুদুল হাসান সাগর এবং ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম জুয়েল।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন সূচনা ফাউন্ডেশনের সদস্য সৈয়দা লায়লা আক্তার, সোনিয়া খাতুন ও জিনিয়া আক্তার মিম।
ফ্রি চক্ষু ক্যাম্পে মোট ১৬০ জন রোগীকে সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৩৬ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

