
জন্মভূমি রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ ১৭) চুড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বটিয়াঘাটা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে জলমা ইউনিয়ন একাদশ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্ণামেন্টে বটিয়াঘাটা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্চন রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন রায়, বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাস, যুব উন্নয়ন অফিসার মো. আবু বকর মোল্লা, বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, সুরখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এসএম ফরিদ রানা, বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, খুবির সহকারী ট্রেজারার আজিজুর রহমান প্রমুখ। খেলা পরিচালনা করেন পার্থ প্রতিম বিশ্বাস। বটিয়াঘাটা উপজেলার সাত ইউনিয়নের খেলোয়াড়রা প্রতিযোগীতায় অংশ নেয়।