
জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটার ৭নং আমিরপুর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্ট্রার মাওলানা মো. তৈয়েবুর রহমানের সহকারী কামরুল ইসলামকে অস্ত্র দেখিয়ে কতিপয় দুর্বৃত্ত জীবন নাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় বুধবার খুলনা সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছেন, রূপসার তালিমপুর গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম
আমিরপুর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্ট্রার মাওলানা মো. তৈয়েবুর রহমানের সহকারী হিসেবে কাজ করছেন। বুধবার তাকে বাবুল হাওলাদার নাম বলে তার শ্যালিকার বিয়ে রেজিষ্ট্্রারী করতে হবে। এ বলে রূপসা নদী পার হয়ে আসতে বলে। কামরুল ইসলামসকে বেলা ১টায় নগরীর রূপসা ঘাট থেকে একটি ইজিবাইকে তুলে কয়লাঘাট মন্দিরের পাশে গলির মধ্যে তিনতলা একটি বাড়িতে নিয়ে সেভিন গিয়ার ও অস্ত্র দেখিয়ে জীবন নাশের হুমকি দেয়। এই তিনতলা বাড়িয়ে মাসুম হুদা বাপ্পি নামের এক যুবকের তালক প্রাপ্ত স্ত্রী জুই ও রাসেলসহ তাদের ৪-৫জন সহযোগি। ২৫ আগস্ট ৫০হাজার টাকা দেনমোহর ধার্যে বিয়ের রেজিষ্ট্রারের আশিংক পূরণ করলে মাসুম হুদা বাপ্পির বর্তমান স্ত্রীর আপত্তির কারণে রেজিষ্ট্রারী বন্দ হয়ে যায় এবং বাতিল করা হয়। তাকে হুমকি দিয়ে জুঁই খাতুন ও মাসুম হুদা বাপ্পির বাতিলকৃত বিয়ে ১লাখ টাকা দেনমোহর ধার্য করে নতুন একটি কামিননামা স্বাক্ষর করে নেয়। যা আইনসিদ্ধ নয়।
মো. কামরুল ইসলাম বলেন, তিনি জীবনের ভয়ে নতুন করে একটি কামিন নামায় স্বাক্ষর করেন। তিনি এই দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।