
বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মঙ্গলবার বেলা ১১টায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা তনু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী গৌতম মন্ডল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা ও ওসি (তদন্ত) শাহিনুর গোলদার।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম ও সোহরাব হোসেন মুন্সি, সাংবাদিক ইমরান হোসেন, আলমগীর হোসেন, আরিফুজ্জামান দুলু, তরিকুল ইসলাম, মহিলা নেত্রী আশা লতা ঢালীসহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় নারীদের অধিকার নিয়ে বেগম রোকেয়ার জীবন ও কর্মের তাৎপর্য তুলে ধরেন এবং নারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ অদম্য নারীদের মধ্য থেকে চারজনকে সম্মাননা প্রদান করা হয়।

