
বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা কনফারেন্স রুমে বুধবার সকাল ১১ টায় মহান বিজয় দিবস উদযাপন ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাক্তার ওহিদুজ্জামান, সিনিয়র মৎস কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রকৌশলী গৌতম কুমার, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা, সমবায় অফিসার জান্নাতুন্নেছা, যুব উন্নয়ন কর্মকর্তা অবুবকর মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা রুনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস শেখ, বিএনপি নেতা এজাজুর রহমান শামীম, সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক তরিকুল ইসলাম, সোহেল রানা, আসাদুজ্জামান উজ্জল, আরিফুজ্জামান দুল, ইউপি চেয়ারম্যান কৌশিক পাল, জাকির হোসেন, দেবব্রত মিঠু, কবির আকুঞ্জি, ছাত্রনেতা ওমর হামজা, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

