
বটিয়াঘাটা অফিস : খুলনার বটিয়াঘাটা উপজেলায় জলমা ইউনিয়নে চরা গ্রামে যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তন ও মাঠ দিবস গতকাল মঙ্গলবার বেলা বারটায় অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন প্রমুখ।