
জন্মভূমি ডেস্ক : বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা এলাকায় ইদ্রিস সরদার (৩২) নামের এক সন্তানের জনক গলায় নেট জালের ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত মধ্য রাতে নব- নির্মিত পলিটেকনিক ইনস্টিটিউট’র সামনে। এলাকাবাসী ইদ্রিসকে রাস্তার পাশে বাঁবলা গাছে ঝুলন্ত অবস্থায় দেখে প্রথমে ত্রিপল ৯৯৯ নম্বর খবর দিলে তারা স্থানীয় থানা পুলিশকে অবগত করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে । সে ওই এলাকার মৃতঃ ইসমাইল সর্দারের পুত্র । এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।যার মামলা নং -১৮, তাং ১০/০৯/২০২৩ ইং। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ খুমেক মর্গে পাঠিয়েছে ।