
জন্মভূমি ডেস্ক : বটিয়াঘাটার বারোআড়িয়া বাজার এলাকায় ঝুলন্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বৃহষ্পতিবার সকালে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে প্রকাশ, বারআড়িয়া এলাকার আছাবুর রহমানের পুত্র আঃ রব(২২) বৃহস্পতিবার সকালে সুন্দরমহল মাছের আড়তে কয়েক কেজি চিংড়ি মাছ বিক্রি করে বাড়িতে ফিরে আসে। এরপর তার মা ফজিলা বেগমের সাথে স্ত্রী সংক্রান্ত ব্যাপারে বাগবিতন্ডা হয়। পরবর্তীতে তার নিজস্ব মোবাইল সার্ভিসিং এর দোকানে সকাল সাড়ে নয়টার দিকে আঃ রব এর চাচাতো ভাই মারুফ ঝুলন্ত অবস্থায় তার লাশ ঝুলতে দেখে আশে পাশের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার সি সার্কেল মোঃ মফিজুর রহমান ও অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত ওসি সঞ্জয় কুমার কুন্ডু ঘটনাস্হল পরিদর্শন করেন এবং সুরতহাল তৈরি করে।