
বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে রবিবার দুপুরে অবৈধভাবে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেন। পরে জাফর দফাদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর গণস্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালি–গাওঘরা সীমানার বহুদিনের চলাচলের রাস্তা জাফর দফাদার বন্ধ করে দেওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গত ২০ নভেম্বর স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা হলে এক পর্যায়ে তিনি শাহিন বিশ্বাসের উপর হামলা চালান।
মানববন্ধনে কারিমুল ইসলাম, জাহিদুল ফকির, বিএম শহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আলাউদ্দিনসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা জাফর দফাদারকে তার পদ থেকে অপসারণ ও রাস্তাটি পুনরায় উন্মুক্ত করার দাবি জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত