ব্যংক বীমা অফিস আদালতে ক্ষোভ, ২১দিন স্টাম্প শূন্য
জন্মভূমি রিপোর্ট : খুলনার বটিয়াঘাটা উপজেলায় ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্পর তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং এনজিও থেকে টাকা তুলতে আসা লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংকট সমাধানে দ্রুত রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য জেলা অফিসে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ডাক বিভাগ।
উপজেলার বিভিন্ন সরকারি অফিস, ব্যাংক, বিমা ও এনজিও অফিস ঘুরে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে রেভিনিউ স্ট্যাম্পের সংকট চলছে। এই স্ট্যাম্পের অভাবে অফিসের বিল ভাউচার করা যাচ্ছে না। কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণত কোনো বিলের অর্থ সরকারি কোষাগার থেকে গ্রহণের জন্য এ রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করে স্বাক্ষর করতে হয়। সঞ্চয়পত্রের লভ্যাংশ, এমটিডিআর, এফডিআরসহ মাসিক মুনাফাভিত্তিক বিভিন্ন স্কিমের লভ্যাংশ, গ্যাস ও বিদ্যুৎ বিলেও এই রেভিনিউ স্ট্যাম্প লাগানোর বিধান রয়েছে। ৪০০ টাকার বেশি লেনদেন হলেই ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ব্যাবহার করতে হয়। এই রেভিনিউ স্ট্যাম্প ডাকঘর থেকে কিনতে হয়। বর্তমানে ডাকঘরে এই রেভিনিউ স্ট্যাম্পের সরবরাহ নেই।
উপজেলা কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ধীমান চন্দ্র বিশ^াস বলেন, ‘রেভিনিউ স্ট্যাম্প কোথাও পাওয়া যাচ্ছে না। তাই আমাদের শিক্ষকদের বেতন উত্তোলনেও সমস্যা হচ্ছে। এমনকি কোন প্রশিক্ষণ শেষে সম্মানীর টাকা দিতেও রেভিনিউ স্টাম্প প্রয়োজন হয়। সেখানেও কর্তৃপক্ষকে বিপাকে পড়তে হচ্ছে।
বিষয়টি নিয়ে বটিয়াঘাটা উপজেলা ডাক বিভাগের পোষ্ট মাষ্টার অনুপম বিশ^াস বলেন, ‘আমাদের অফিসের মজুত করা ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প শেষ হয়েছে। জেলা অফিসে রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য চাহিদাপত্র পাঠিয়েছি। কিন্তু কোনো রেভিনিউ স্ট্যাম্প বরাদ্দ পাওয়া যাচ্ছে না। আশা করছি শিগগিরই সরবরাহ পাওয়া যাবে।’
খুলনা জেনারেল পোষ্ট অফিস (জিপিও) এর সিনিয়র পোষ্ট মাষ্টার জুবাইদা গুলশান আরা বিষয়টি সম্পর্কে বলেন, চলতি মাসের প্রথম দিকে রেভিনিউ সংকট ছিল। তবে এখন সকল উপজেলায় সরবরাহ স্বাভাবিক রয়েছে। বটিয়াঘাটা উপজেলা পোষ্ট মাষ্টার কেন স্টাম্প পাচ্ছে না, আমি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নিবো।