
বটিয়াঘাটা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার বেলা বারটায় বটিয়াঘাটায় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বহিরাগতদের বটিয়াঘাটায় অনুপ্রবেশের পথ বন্ধে শৈলমারী ব্রিজ ও রেল ক্রসিংয়ের পাশে চেকপোষ্ট বসাবার সিদ্ধন্ত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এএসপি (সার্কেল) সালাহউদ্দিন ও আবির হোসেন। বক্তারা মাদক, ক্যাসিনো ব্যবসা, বহিরাগতদের প্রবেশের পথ শোলমারী ব্রীজ রেল লাইনের মূখে চেক পোস্ট করার দাবীসহ টহল জোদ্দার করতে থানায় আরো দুটি গাড়ী দেয়ার দাবী জানান।
এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এনায়েত আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাংবাদিক ও বটিয়াঘাটা সদর ইউনিয়নের জামায়াতের সভাপতি তরিকুল ইসলাম, বটিয়াঘাটা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সাংবাদিক সোহেল রানা সোহরাব হোসেন, , সেখ রাসেল, বটিয়াঘাটা কলেজ অধ্যক্ষ অমিতেষ দাস, সাইফুর রহমান, মাসুদুর রহমান, আসাবুর রহমান, ওমর হামজা এনসিপির মূখ্য সংগঠক, খুলনা জেলা, প্রশান্ত বিশ্বাস এনসিপির প্রধান সমন্বয়ক প্রমুখ।

