
বটিয়াঘাটা অফিস : বটিয়াঘাটা উপজেলার ১২৬ মাধ্যমিক বিদ্যালয়ে ১৫৬টি ট্যাব বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে এসব ট্যাব রোববার নবম ও দশম শ্রেনিতে প্রথম, দি¦তীয়, তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়। উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ^াস এমপি। উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, চঞ্চলা মন্ডল, কৃষি অফিসার রবিউল ইসলাম, যুবউন্নয়ন অফিসার আবু বক্কর সিদ্দিক, পরিসংখ্যান কর্মকর্তা নাদিরা পারভিন প্রমুখ।

