বটিয়াঘাটা অফিস : বটিয়াঘাটা উপজেলায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা আড়ম্বরের সাথে উদযাপিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী তিথি থাকায় ভোর হতে না হতেই বাড়িতে-বাড়িতে ও সার্বজনীন দুর্গা মন্দিরে নারী ও কুলবধূদের উলু এবং শঙ্খধ্বনিতে প্রকম্পিত হতে দেখা যায়। মূলতঃ সনাতনী ধর্ম মতে ধন ও ঐশ্বর্য্যের দেবী শ্রী-শ্রী লক্ষ্মী দেবী হওয়ায় ধন ও ঐশ্বর্য্য কামনার্থে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা খুব আড়ম্বরের সাথে দেবী লক্ষ্মীর এ আরাধনা করে থাকে। প্রতিটি গৃহলক্ষ্মীর বাসায় এ পূঁজা অনুষ্ঠিত হয়। চলে গভীর রাত পর্যন্ত। সনাতনীদের সর্ববৃহৎ শারদীয়া দেবী দুর্গা উৎসবের চার দিনের মাথায় এ পূঁজা অনুষ্ঠিত হয়। সবমিলিয়ে গোটা উপজেলায় ঘরে-ঘরে এ পূঁজাকে ঘিরে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। অপরদিকে সর্ববৃহৎ উৎসব ও ধনদেবীর আরাধনা শেষ হতে না হতেই আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় বৃহৎতম উৎসব শ্রী-শ্রী শ্যামা পূঁজা উৎসবের আমেজে ভাসছে গোটা উপজেলাবাসী।