জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া গ্রামে এক স্কুল ছাত্রীকে (১৪) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে। স্কুল ছাত্রীর মা চঞ্চলা মন্ডল বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গতকাল মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, সুখদাড়া গ্রামের পল্লব হালদার (২৩) তার সহযোগী পিয়াস রায় (২২), চিরঞ্জিত রায় (২২), গোপাল রায়সহ (২৩) চার জন সরস্বতী পূজা দেখার নাম করে ছাত্রীকে বাড়ি ডেকে নিয়ে যায়। ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজার রাতে তাকে সুখদাড়া উত্তর বিলের মাঝে নিয়ে সারা রাত আটকে রেখে ধর্ষণ করে।
পরের দিন সকালে বাড়ী ফিরে এসে ওই ছাত্রী তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। পরে বটিয়াঘাটা থানায় এলে পুলিশ মেয়েটিকে শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে নিয়ে ভর্তি করে। স্থানীয়রা জানায় পল্লব হালদার ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসবেক লীগের সাংগঠনিক সম্পাদক।
সুরখালী ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সভাপতি শশাংক রায় জানান, পল্লব তাদের সংগঠনের কেউ নয়।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন কুমার সরকার বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চার জনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।