বটিয়াঘাটা অফিস : বটিয়াঘাটা উপজেলার কড়িয়া গ্রামের হাবিব শেখ হত্যার বিচার চেয়ে গতকাল বটিয়াঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহতের স্ত্রী খাদিজা বেগম। লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, গত ৫ অক্টোবর আমার স্বামীকে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করা হয়। তিনি বিভিন্ন এলকাায় বালি উত্তোলনের কাজ করতেন। ঐদিন রাতে আমার স্বামীকে দেবিতলা গ্রামের বাবুল গাজীসহ কয়েকজন ভ্যান চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও লোহার রডদিয়ে পিটিয়ে জখম ও ড্রিলমেশিন দিয়ে ছিদ্র করে। খবর পেয়ে রাত ২টার সময় ট্রিপল নাইনে ফোন করে থানা পুলিশকে জানালে এস আই ইমদাদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে উদ্ধার করে। তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দিয়ে স্বামীকে জেল হাজতে প্রেরণ করা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রিজন সেলে চিকিৎসার জন্য নেয়া হয়। ১৪ অক্টোবর বিকেলে তার মৃত্যু ঘটে। ২৩ অক্টোবর বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করি। যার নং ০৬/২৩। মামলায় বাবুল গাজী (৩৫), পিতা সৈয়দ গাজী, সোহেল ফকির (২৭), রুবেল ফকির (৩৫), উভয় পিতা এসকেন্দার ফকির, এসকেন্দার ফকির (৬০) পিতা ইসমাইল ফকির, কিরান গাজী (৩০) পিতা আশরাফ আলী গাজী, মনসুর আলী (৩৫) পিতা ওমর আলী, নাজমুল (২৭) পিতা কামরুল শেখসহ ১২-১৩ জনকে আসামী করা হয়। এ ছাড়া আরও কয়েকজন ঘটনার সাথে জড়িত রয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দ্রুত আসামীদের গ্রফতার দাবী করেন।