বটিয়াঘাটা অফিস : খুলনার বটিয়াঘাটায় বিভিন্ন ভাতাভোগীরা তাদের প্রাপ্যটাকা নিয়ে বিপাকে রয়েছেন। সরকার থেকে ভাতার টাকা ছাড়া হলেই ওঁৎ পেতে থাকা হ্যাকাররা ভাতাভোগীর পিনকোর্ড সংগ্রহ করছে। পরে তারা টাকা তুলে নেয়ার চেষ্টা করে। অনেকেই হ্যাকারদের শিকার হয়েছেন বলে ভুক্তভোগীরা জানায়।
বটিয়াঘাটায় বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৯ হাজার ৭২৭ জন। হ্যাকাররা এতবেশী বেপরোয়া হয়ে উঠেছে যে, ছুটির দিন গত শুক্রবার বটিয়াঘাটার হেতালবুনিয়া গ্রামের সাবেক ইউপি সচিব সমরেন্দ্র নাথকে দুপুরে মোবাইল করে তার পিন কোর্ড জানতে চায়। তারা উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার অলিয়ার রহমানের সাথে দেখা করার কথা বলে। নিজেকে সে সমাজসেবা অফিসের লোক তৌফিক বলে জানায়। কিন্তু অফিসে এসে কাউকে পাওয়া যায়নি। এব্যাপারে বটিয়াঘাটা সমাজসেবা অফিসার মাসুদুর রহমান সহকারী সমাজসেবা অফিসার সত্যজিত দাস জানান, হ্যাকিং এর ঘটনা ঘটছে। তবে এ থেকে ভাতাভোগীদের রক্ষার্থে নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত