
বটিয়াঘাটা অফিস : খুলনার বটিয়াঘাটা উপজেলায় ১৪৫ শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করলেন জেলা পশাসক খন্দকার ইয়সির আরেফীন। এ উপলক্ষ্যে মঙ্গলবার বেলা বারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি জেলাপ্রশক খন্দকার ইয়াসির আরেফীন এসময় বলেন, সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অব্যাহত রেখেছে। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে ডাষ্টবিন দেয়া হচ্ছে। কিশোরী ছাত্রীরা বিদ্যালয়ে যাতে স্বাস্থ্যসম্মত ভাবে লেখাপড়া করতে পারে তার জন্য স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হলো। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, চঞ্চলা মন্ডল, অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর, প্রাণি সম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা মৎস্য অফিসার মনিরুল মামুন, যুবউন্নয়ন অফিসার আবুবকর মোল্যা, কৃষি অফিসার আবু বকর সীদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, প্রবল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, মাধ্যমিক স্কুল শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক স্কুল শিক্ষা অফিসার আলমগীর হোসেন, মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান সহ বিভিন্ন অফিস প্রধান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। এসময় ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ে ডাষ্টবিন এবং ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।