
জন্মভূমি রিপোর্ট : খুলনার বটিয়াঘাটা উপজেলার ২২টি কমিউনিটি সেন্টারে অসংক্রামক রোগ নির্ণয়ে মঙ্গলবার যন্ত্রপাতি ও মালামাল হস্তান্তর করা হয়। বেসরকারি সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের মাধ্যমে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের আনুষ্ঠানিক ভাবে মালামাল হস্তান্তর করা হয়।
যন্ত্রপাতির মধ্যে রয়েছে, ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন, ডিজিটাল ওয়েট মেশিন, উচ্চতা মাপার ফিতা, কোমর নির্ণয়ের ফিতা এবং বিএমআই চার্ট। এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এনসিডি প্রোগ্রামের জেলা কো-অর্ডিনেটর শাহআলম বলেন, এসব যন্ত্রপাতি ব্যবহার করে রোগ নির্ণয়ের পর সেবার জন্য রোগিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের পাঠান হবে। ফলে প্রান্তিক পর্যায়ের মানুষ হসজে স্বাস্থ্যসেবা লাভ করবে।
যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। এছাড়া স্বাস্থ্যকমপ্লেক্্েরর চিকিৎসক, নার্সসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও এশিয়া অর্সেনিক নেটায়ার্কের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।