তরিকুল ইসলাম, বটিয়াঘাটা : মঙ্গলবার রাত দশটার সময় বটিয়াঘাটা থানার ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন ফুলবাড়ি, বালিয়াডাঙ্গা গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে ৮জন ক্যাসিনো জোয়াড়ী কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন। ১। সাকিব শেখ (২৩)২। অমিত হাসান (২৫) ৩।এমডি রফিকুল ইসলাম (২৫)৪। সাকিব শেখ(২৫) ৫।আলামিন (৩৪) ৬। রিয়াজ সরদার (২৪)৭।রাব্বি শেখ (২৩) ৮।রাজু শেখ (৩০) গ্রেফতার কৃতদের বিরুদ্ধে অনলাইনে জুয়া খেলার অপরাধে তিন মাস কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। গ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শরিফ শাওন।আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়।