বর্ষাকালে ক্যাম্প ক্লোজ করা হয়, আগ্নেয়াস্ত্র নিয়ে ঝুঁকিতে থাকেন
শেখ আব্দুল হামিদ : বটিয়াঘাটা উপজেলায় প্রায় ৩০ বছর আগে অবস্থিত তিনটি পুলিশ ক্যাম্প সংস্কার অভাবে ভেঙ্গে পড়তে শুরু করেছে। লোনা আবহাওয়ায় প্রায় সবগুলো ক্যাম্পেই দেয়ালের পলাষ্টার খুলে পড়েছে। ভিতরে বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে রয়েছে। তারই মধ্যে ঝুঁকি নিয়ে প্রত্যন্ত গ্রামে পরিচালিত হচ্ছে এ সব পুলিশ ক্যাম্প। বৃষ্টির সময় বারআড়িয়া ক্যাম্পের পুলিশ সদস্যদের পাশের মসজিদের দুতলায় স্থান নিতে হয়। পানিতে ক্যাম্প তলিয়ে যায়। বর্ষাকাল শেষে সেই ক্যাম্পে আবার ফিরে আসতে হয়। অনেক সময় বাধ্য হয়ে ক্যাম্পের সদস্যদের থানায় ফিরিয়ে আনা হয়। ভান্ডারকোট পুলিশ ক্যাম্পের পিছনের দেয়াল খুলে পড়েছে। পশুরনদী ভরাটী জমির উপর গড়ে ওঠা এ ক্যাম্পে অতিসহজেই বৃষ্টির পানি ঢুকে পড়ে। বর্ষা মৌসুমে বাথরুম ব্যবহারের অযোগ্য হয়ে যায়। তারই মধ্যে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হয়। একই অবস্থা বাইনতলা পুলিশ ক্যাম্পের। অত্যন্ত নোংরা পরিবেশের মধ্যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। দেয়ালের প্লাষ্টর খুলে পড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে তাদের থাকতে হয়।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার বলেন, সবকয়টি ক্যাম্পের সংস্কার একান্ত প্রয়োজন। দীর্ঘ পুরাতন হওয়ায় দেয়ালের পলাষ্টার খুলে পড়ছে। উপরে টিনের ছাউনি নষ্ট হওয়ায় বৃষ্টির পানি ঘরের ভিতরে পড়ে। এসবের মধ্যেই আগ্নেয়াস্ত্র নিয়ে ঝুঁকিতে থাকতে হয়। বারআড়িয়া পুলিশ ক্যাম্প বৃষ্টির সময় বাধ্য হয়ে ক্লোজ করে আনতে হয়। ক্যাম্প গুলো দ্রুত সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।