
শেখ আব্দুল হামিদ : খুলনা জেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা গ্রামে গড়ে উঠা মিনি শিশু পার্ক এখন শিশুদের প্রাণ। বিকেল হলেই স্থানীয়রা তাদের প্রিয় শিশুদের নিয়ে এখানে ভিড় জমায়। মাত্র ১০ টাকা প্রবেশ মূল্যে এখানে প্রবেশ করেই মিলে যায় শিশুদের প্রাণের খেলনা। এখানে রয়েছে স্লিপার, ছোট ঘুরনি, প্লাসটিক ঘোড়া, বল, দোলনাসহ বেশ কিছু রাইডার। গেট দিয়ে ঢুকতেই রয়েছে মনোমুগ্ধকর ফুলের বাগান। একটু সামনে এগিয়ে গেলে দেখা যাবে গাঁদা ফুলের সমাহার। শিশুদের মন কাড়বেই। তাছাড়া রয়েছে বিভিন্ন মিনি বৈঠক ঘর, চাঁদের মিতালী, ছবি তুলার জন্য মুগ্ধকর পরিবেশ। পাশেই রয়েছে বিয়ে, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠান করার জন্য খোলা জায়গা।
ডাচ্ বাংলা ব্যাংক বটিয়াঘাটা শাখার ব্যবস্থাপক মো: নজরুল ইসলাম বলেন, তিনি এ শিশু পার্কের প্রতিষ্ঠাতা। গার্ডেন ক্যাফে নামে গত দুই বছর আগে উদ্বোধন হয়। এখনও পরিপূর্ণতা পায়নি। তবে শিশুদের চাহিদা থাকায় আরও নতুন খেলনা আনা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত