জন্মভূমি রিপোর্ট : আগামী ৫ জুন ৪র্থ ধাপে বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মোঃ ইয়াসির আরেফিনের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা স্ব-স্ব দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা নেমে পড়েছেন জোরে সোরে। এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ২ জন। তারা হলেন যথাক্রমে গঙ্গারামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ হাদি-উজ্জান-হাদী ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম খান জনি। শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে যে সকল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন যথাক্রমে দোয়াত-কলম প্রতীককে ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ঘোড়া প্রতীকে আ’লীগ নেতা মোঃ মোতাহার হোসেন শিমু, টেলিফোন প্রতিকে জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, চিংড়ি মাছ প্রতীকে আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জি,এম মিলন গোলদার, মটরসাইকেল প্রতীকে আ’লীগ নেতা শেখ রাসেল কবীর ও আনারস প্রতীকে জাতীয় পার্টি মনোনীত সর্বকনিষ্ঠ প্রার্থী সাংবাদিক মোঃ শাওন হাওলাদার। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ উপজেলায় চেয়ারম্যান পদে চতুর্মুখী লড়াই হতে পারে। তবে অন্য একটি সূত্র দাবি করছে নির্বাচনের শেষ মুহূর্তে দ্বি-মুখী লড়াই হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ জন। প্রর্থীরা হলেন যথাক্রমে টিয়া পাখি প্রতীকে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জলমা ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন রায়, তালা প্রতীকে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা আ’লীগ নেতা অরিন্দম গোলদার, চশমা প্রতীকে মোঃ জুবাইরুল হক জুবায়ের ও টিউবওয়েল প্রতীকে আ’লীগ নেতা মোঃ মোসারেফ হোসেন মুসা। শেষ মুহূর্তে এ পদে দ্বি-মুখী লড়াই হবার সম্ভাবনা রয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩ জন। প্রার্থীরা হলেন যথাক্রমে কলস প্রতীকে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, পদ্মফুল প্রতীকে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল ও হাঁস প্রতীকে সাবেক ইউপি সদস্যা রুনা লায়লা। শেষ মুহূর্তে এ পদে দ্বিমুখী লড়াই হবার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এ উপজেলায় নির্বাচনকে ঘিরে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।