বটিয়াঘাটা প্রতিনিধি : এবার বটিয়াঘাটায় শেখ কামাল ২য় বাংলাবাংলাদেশ যুব গেমস ও বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন, ভলিবল এবং হ্যান্ডবল শীতকালীন প্রতিযোগিতায় দাবা খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো দুই দু’বার জাতীয় পুরষ্কার প্রাপ্ত হাটবাটী হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র অরিত্র ঘোষ পুষ্পক। সে বটিয়াঘাটার গঙ্গারামপুর গরিয়ারডাঙ্গা মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র রাতুল মহালদারকে পরাজিত করে এ গৌরব অর্জন করে। অরিত্র উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল’র অফিস প্রতিনিধি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার চন্দনা বিশ্বাস’র একমাত্র পুত্র। সে ইতিপূর্বে জাতীয় শিশু পুরষ্কার দাবাতে যুগ্ম-রানার্সআপ ও জাতীয় মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দাবাতে যুগ্ম-রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও একাধিকবার বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর সিদ্দিক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর মন্ডল ও সাধারণ সম্পাদক ধীমান মন্ডল। অরিত্র আগামীতে জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে।