বিজ্ঞপ্তি : বটিয়াঘাটা পানি ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি কমরেড শান্তিরাম দত্তের মৃত্যুতে সোমবার বিকেল ৩টায় জলমার ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পানি ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। এড. প্রসেনজিৎ দত্তের সভাপতিত্বে নাগরিক শোকসভায় সংগঠনের সভাপতি কামাল হোসেন জোয়ার্দ্দার বলেন, ভূমিহীন কৃষকের অধিকার রক্ষায় কমরেড শান্তিরাম দত্ত নিরলসভাবে সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান অত্র এলাকার কৃষকরা কৃতজ্ঞতা সাথে স্মরণ করেন। শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনসার আলী, সহ-সভাপতি অনাদি বিশ্বাস, সদস্য মিজানুর রহমান, দিপংকর বিশ্বাস, খোকন বিশ্বাস, শান্তা বিশ্বাস, মৌসুমি দত্ত, প্রীতিশ কুমার মণ্ডল, সুব্রত কুমার মিস্ত্রী, বলাই দত্ত, পার্থ দত্ত, স্বপন বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত