জন্মভূমি রিপোর্ট : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বটিয়াঘাটা উপজেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। খুলনা জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু জাফর স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, বটিয়াঘাটা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: ফেরদৌছ, যুগ্মআহবায়ক হরেন্দ্র নাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মান্নান সরদার, দপ্তর ও পাঠাগার সম্পাদক মৃণাল বিশ্বাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: জিয়াউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, তথ্য ও প্রচার সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, কোষাধ্যক্ষ সুপ্রকাশ রায়, ত্রাণ বিষয়ক সম্পাদক বিদ্যুৎ রায়, সদস্য মো: আবু দাউদ হোসেন ও মো: ইকবাল হোসেন।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা কমান্ড কমিটি শুন্য অবস্থায় ছিল। আহবায়ক কমিটি সগঠনের পর উপজেলায় সকল মুক্তিযোদ্ধারদের মধ্যে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তারা বলেন, এখন থেকে নিয়মিত ভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্ের সময় দেয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত