জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের চিতলমারীতে বড় ভাই প্রবীণ শিক্ষক মোঃ আব্দুর রবের মরদেহ দেখতে এসে শোকে ছোট ভাই মোঃ নাছির শেখ (৬২) মারা গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ দিকে তিনি মারা যান। এদিন বিকাল ৪ টার দিকে তার বড় ভাই চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুর রব (৭১) মারা যান।
রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় বড় ভাইয়ের এবং ছোট ভাইয়ের যোহরবাদ নামাজে জানাজা শেষে চরশৈলাদাহ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা মোঃ খলিল শেখ ও মায়ের কবরের পাশে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে। তাঁদের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৩০ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় প্রবীণ শিক্ষক মোঃ আব্দুর রব যোগ দেন। ফেরার পথে তিনি এক আত্মীয়র বাড়িতে অসুস্থ্য হলে তাঁকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৩ টায় মৃত বলে ঘোষণা করেন। পরে তার মরদেহ চিতলমারী উপজেলার খড়মখালী গ্রামে আনা হয়। রাত ৮ টার দিকে তাঁর ছোট ভাই মরদেহ দেখতে আসেন। তিনি ভাইয়ের মরদেহ দেখে অসুস্থ্য হয়ে পড়েন। পরে নাসির শেখকে বাগেরহাট সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।