ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে শেষ আটে ওঠার দৌড় থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর লো স্কোরিং ম্যাচে ভারতের কাছেও হেরেছে ম্যান ইন গ্রিনরা। এরপর কানাডার বিপক্ষে জিতলেও এখনো সুপার এইট নিশ্চিত নয় দলটির। এমন অবস্থায় তুমুল সমালোচনা হচ্ছে দলটির ক্রিকেটারদের নিয়ে। আর সমালোচনার তীরে সবথেকে বেশি বিদ্ধ হচ্ছেন অধিনায়ক বাবর আজম।
বড় টুর্নামেন্টে কিংবা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অধিনায়ক বাবর আজম পারফর্ম করতে পারেন না এমন একটা অভিযোগ শুরু থেকেই সমর্থকদের। এবারের টুর্নামেন্টেও বাবরের একই রকম অবস্থাই লক্ষ্য করা যাচ্ছে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি দলকে জয়ের পথ দেখাতে পারেননি। এরপর কানাডার বিপক্ষে ম্যাচেও রান পাননি তিনি। আসরের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪৩ বলে তিনি করেছিলেন ৪৪ রান। সেই ম্যাচটিও হারে ম্যান ইন গ্রিনরা।
বিশ্বকাপের পাকিস্তানের বাজে অবস্থার কারণে তাই দলের পাশাপাশি বাবরকে নিয়েও হচ্ছে তুমুল সমালোচনা। সমালোচনাকারীদের তালিকায় আছেন আহমেদ শেহজাদও। একসময় পাকিস্তান জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন তিনি। বাবরকে নিয়ে সমালোচনা করে তিনি বলেছেন, বাবরের অধিনায়কত্বে ছোট দলগুলোর সঙ্গেও পাকিস্তান হারছে।
শেহজাদ বলেন, ‘বাবর অধিনায়ক হওয়ার পর থেকে আমরা মাঝারি দলের কাছে হেরে যাচ্ছি। তোমরা বি, সি, ডি টিমের বিপক্ষে পারফর্ম করেছো এবং লোকদের বোকা বানিয়েছো। অথচ তোমাদের বেতন বাড়ানো হয়েছিল। পিসিবি তোমাকে এবং তোমার ক্রিকেটের দক্ষতা বাড়াতে অর্থ প্রদান করছে...।’
বড় টুর্নামেন্টে বাবরের পারফর্ম্যান্সের অবস্থা তুলে ধরে শেহজাদ বলেন, ‘বড় প্রতিযোগিতায় তোমার (বাবরের) গড় ২৭ আর স্ট্রাইক রেট ১১২। আর তুমি ১৪০০ রান করেছে হেরে যাওয়া ম্যাচগুলোতে। এভাবে তুমি রান তোলার তালিকায় বিশ্বের ৩ নম্বরে এসেছো। তাহলে এই পরিসংখ্যান কোন রাজার, বলুন তো? যে রাজা ম্যাচ জিততে পারে না তার সঙ্গে আমার কী করা উচিত?’
বাবর তাঁর বন্ধুদের নিয়ে দল গড়েছে এমন অভিযোগ করে তিনি আরও বলেন, ‘তুমি সমগ্র জনগণকে বোকা বানিয়েছো। তোমার বন্ধুদের নিয়ে একটি দল তৈরি করছো, তোমার বন্ধুদেরই দলে রেখেছো।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত