
ক্রীড়া প্রতিবেদক : দুবাইয়ের স্টেডিয়ামে ভারতের নবমবারের মতো এশিয়া কাপ জয়ের পর যেটা ঘটলো, তা ক্রীড়াঙ্গনে বিরল। ম্যাচ শেষে যখন ট্রফি তুলে দেওয়ার সময় এসেছে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি আচরণ করে সবাইকে অবাক করে দিলেন। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তার দল স্পষ্ট করে জানালেন, তারা ট্রফি নেবেন না নকভির হাত থেকে! এরপর কী হলো?
নকভি ট্রফি আর পদক নিজের হাতে তুলে নিয়ে সোজা মাঠ ছাড়লেন! হ্যা, ভারতের হাতে ট্রফি আসেনি একদমই। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এর এই আচরণকে অবিচার ও অগ্রহণযোগ্য হিসেবে ঘোষণা করেছে।
বিসিসিআইর সচিব দেবজিত শইকিয়া ভারতীয় গণমাধ্যমকে বললেন, ‘আমরা ইচ্ছে করেই এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে রাজি হইনি। তবে এ কারণে তার কোনো অধিকার নেই ট্রফি ও মেডেল নিয়ে যাওয়ার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ক্রীড়াসুলভ নয়। আমরা আশা করি, শিগগির ট্রফি ও মেডেল ফেরত দেওয়া হবে।’
তবে এখানেই থামেনি বিসিসিআই। তারা ঘোষণা দিয়েছে, নভেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি সম্মেলনে তারা নকভির এই আচরণের প্রতিবাদ জানাবে। তিনি বলেন, ‘নভেম্বরে দুবাইয়ে আইসিসি সম্মেলন বসবে। সেখানে আমরা নকভির এই আচরণের বিরুদ্ধে শক্ত ও গুরুতর প্রতিবাদ জানাব।’
এশিয়া কাপ জুড়ে মহসিন নকভি বিতর্কের কারণ হয়ে উঠেছেন হ্যান্ডশেক না করা, ম্যাচ রেফারি পরিবর্তনের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের ব্যঙ্গাত্মক পোস্ট, আর এবার ট্রফি নিয়ে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনা!