বরিশাল অফিস : বরিশাল মেট্টোপলিটন পুলিশের (বিএমপি) সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম প্রথম কর্ম দিবস গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি বলেন, শুধু মাদক বহনকারী নয়, মাদক বিক্রেতার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আসন্ন শারদীয় দূর্গা পূজায় বিএমপির পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বরিশালবাসীকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং বরিশালে কোন অস্ত্র লুট বা থানাও হামলা হয়নি। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করা এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে গঠনমুলক সমালোচনা করার পাশাপাশি ইতিবাচক সহযোগিতা চেয়েছেন নবাগত এ পুলিশ কমিশনার। সেই সঙ্গে নিরাপদ বরিশাল গড়তে সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ প্রত্যাশা করেন। এরপর তিনি সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনার ডিআইডি (পদোন্নতি প্রাপ্ত) মো. আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. জামিরুল ইসলাম, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি রুনা লায়লাসহ বরিশালে কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীরা।